মশার উৎপাত যেন বেড়েই চলেছে

মশার উৎপাত যেন বেড়েই চলেছে
রাজধানী ঢাকা, বিশেষ করে পুরান ঢাকায়, বর্তমানে মশার উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ম্যালেরিয়া যেমন ছড়িয়ে পড়তে পারে, তেমনি এর সঙ্গে সংক্রমণজনিত রোগও দেখা দিতে পারে। পুরান ঢাকার রাস্তা-ঘাট সংস্কারের কোনো উদ্যোগ নেই, জলাবদ্ধতা, নালা-নর্দমা এবং ড্রেনের নোংরা পানি দূর করার কোনো ব্যবস্থা নেই। এর ফলে সিটি করপোরেশনের ড্রেনগুলোতে মশা বংশবিস্তার করছে এবং মশার ওষুধ ছিটানোর কাজও নিয়মিত হচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেয় না, ফলে মশা আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং উপদ্রব বেড়েছে। আগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হতো এবং মশার জন্মরোধে পদক্ষেপ নেওয়া হতো, কিন্তু বর্তমানে সেই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে এখনই মশাবিরোধী ব্যবস্থা নেওয়া জরুরি। বিগত নির্বাচনের সময় মশাবাহিত রোগ এবং ডেঙ্গু প্রতিরোধে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। পুরান ঢাকায় প্রতিবছর মশার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, আর প্রশাসনিক তৎপরতার অভাবে ঢাকা বাসীর দুর্ভোগ অব্যাহত রয়েছে। আমরা আশা করছি, ঢাকার দুই সিটি করপোরেশন যথাযথ পদক্ষেপ নিয়ে মশাবিরোধী অভিযান আরও শক্তিশালী করবে এবং পরিচ্ছন্নতা অভিযান চালাবে।